কালের খবরঃ
গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত ১ নম্বর পলাতক আসামী সুমন শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। সাভারের হেমায়েতপুর এলাকা থেকে মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামে। সে ওই গ্রামের রতন শেখের ছেলে।গোপালগঞ্জে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-০৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তারকরা হয় বলে জানানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION