
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্গাপূঁজা পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪ টি ইউনিয়নের ২৩৬ টি পূজাঁ মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে কাশিয়ানী উপজেলা প্রশাসন এই মত বিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান।
আজ মঙ্গলবার (২৪ সেক্টেম্বর) দুপুরে উপজেলা হল রুমে এ প্রস্তুতিমুলক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,জন প্রতিনিধি,সনাতন কমিনিউটি নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ১৪ টি ইউনিয়নের ২৩৬ টি পূঁজা মন্ডপে আইন শৃংখলা বজায় রাখতে এবং সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূঁজা উৎসবমুখর পরিবেশে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে এ মত বিনিময় ও প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহার সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপ-সচিব নলীনি রঞ্জন বসাক,উপজেলা পূজাঁ উদযাপন কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সহকারি কমিশনার ভূমি মুনমুন পাল,উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম,অফিসার ইনচার্জ মোঃ শফিউদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিরান মিয়া,হাতিয়াড়া ইউ. পি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস প্রমূখ।
Design & Developed By: JM IT SOLUTION