
কালের খবরঃ
গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। আজ রবিবার (২২সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যলয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুব আলম, উখিং মে, সদর থানার ওসি মোঃ সাজেদুর রহমানসহ গোপালগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, আসাদুজাজামান বাবুল, আমিনুল হাসান শাহীন, এস এম নজরুল ইসলাম, মাহাবুব হোসেন সারমাত, প্রসূন মন্ডল, শেখ একরামুল কবীর, জোবায়ের হোসেন, মিজানুর রহমান মানিক, শেখ মোস্তফা জামান প্রমূখ জেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা পরিপন্থী নানা সমস্যা তুলে ধরে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোরগ্যাংমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত শান্তিপুর্ন পরিবেশ তৈরীর দাবী জানান।পুলিশ সুপার মোঃ মিজানুর তার বক্তব্যে গোপালগঞ্জ জেলার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে শান্তিপুর্ন সহাবস্থান সৃষ্টিতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION