
কালের খবরঃ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক আজিজুল মুন্সী ওরফে সোনা মিয়া (৬০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫ যাত্রী। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলীতে এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ৫ যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত ইজিবাইক টেকেরহাটের দিকে যাচ্ছিল। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি যাত্রীবাহি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক আজিজুল মুন্সিসহ ৬ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আজিজুল মুন্সি মারা যান। নিহত আজিজুল মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
Design & Developed By: JM IT SOLUTION