
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সাথে টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে সভায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, সাংবাদিক বিপুল ইসলাম, সফিক শিমুল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী সহ টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, সকলের সহযোগিতায় গোপালগঞ্জ জেলাকে দুর্নীতিমুক্ত করতে হবে। শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতে আরো সাফল্য অর্জন করতে হবে। এছাড়া মানুষের জীবনমান উন্নয়নে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাবে।
Design & Developed By: JM IT SOLUTION