শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

গোপালগঞ্জে স্বেছাসেবক দল নেতা নিহতের ঘটনায় ২জন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৫ পিএম
  • ২৪৮ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহতের ঘটনায় আলিমুজ্জামান চৌধুরী (৫০)ও সিজার শেখ(৪২)নামে দুই জনকে সন্দেহমূলক আটক করেছে পুলিশ।

আজ শনিবার( ১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই দুই জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ী সদর উপজেলার ঘো্নাপাড়া এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়।কিন্তু ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হওয়ায় তাদের এঘটনার সাথে জড়িত সন্দেহে আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার(১৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মি ও জনতার সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদার নিহত হয়। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ ৩০ জন আহত হন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION