কালের খবরঃ
অরক্ষিত রেল ক্রসিং-এর কারনে গোপালগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে ৫ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্য হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।বৃহস্পতিবার(২১ জুলাই)রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের (কাঠাম দরবস্ত) কাগদী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দাফন কাফনের জন্য লাশের পরিবার প্রতি ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ করে কংক্রিট মিক্সার মেশিন নিয়ে ১৪জন শ্রমিক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় মিক্সার মেশিন ও শ্রমিক বহনকৃত নসিমন গাড়ীটি(কাঠাম দরবস্ত)রাত ৯টায় কাগদী রেল ক্রসিং পার হচ্ছিল। নসিমনটি রেল লাইনের উপর উঠলে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে মিক্সার মেশিনটি খাদে পড়ে যায় ও ৫ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন,সুজন মৃধা, পরিতোষ দাস, অমৃত বিশ্বাস, হিরামন বিশ্বাস ও রাজ্জাক সিকদার।
এসময় আহত হন বসার মিয়া নামের আরেক শ্রমিক। অরক্ষিত এ রেল ক্রসিং-এ গেট ও গেটম্যান না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী। তারা শুধু কাগদী রেল ক্রসিং এ নয় । লাইনের সকল ক্রসিং এ গেট নির্মাণসহ গেটম্যান নিয়োগের দাবী জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত এক জনকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক মোঃ মাসুদ আলম, একটি জিডি মূলে নিহতদের লাশ রাত তিনটার দিকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অরক্ষিত এই রেল ক্রসিং গুলোতে গেট ও গেটম্যান দেয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, যার যার ধর্ম মতে শ্রক্রবার(২২জুলাই) লাশ দাফন সম্পন্ন হয়েছে। এর জন্য নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেয়া হয়েছে।দূর্ঘটনায় নিহতদের বাড়ী কাশিয়ানী উপজেলার লক্ষীপুর ও পারুলিয়া গ্রামে।
এর আগে সকাল ৭টায় একই লাইনে গোপালগঞ্জ থেকে রাজশাহী যাবার পথে এই ট্রেনে কাঁটা পড়ে নিগত হন আবু তালেব মোল্লা নামে আরো এক বৃদ্ধ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply