কালের খবরঃ
গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনতা মধ্যে সংঘর্ষে নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত ও নেতাকর্মীরা আহত হবার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বৃষ্টি উপক্ষো করে জেলা শহরের লঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্বর্ণ পট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য ডা, কে এম বাবর, এ্যাড তৌফিকুল ইসলাম তৌফিকসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তরা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী নেতাকর্মীদের সাথে নিয়ে গাড়ী বহর নিয়ে নিজ বাড়ী টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। এসময় ঘোনাপাড়ায় আওয়ামী লীগ সর্থকেরা গড়ীবহরে হামলা চালায়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও নেতাকর্মীরা আহত হয়। আমরা এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply