
কালের খবরঃ
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার(৯ সেপ্টেম্বর)জেলা শহরের পোস্ট অফিস মোড়ের পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না, সাধারন সম্পাদক নাসরিন বেগম বক্তব্য রাখেন। এসময় উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। মহিলা দল দেশ গড়তে নারীর উন্নয়নে কাজ করবে।
Design & Developed By: JM IT SOLUTION