
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ফকির ভিটা গ্রাম থেকে ওই শাবকটি উদ্ধার করা হয়।
ওই গ্রামের নয়ন মনি মোল্যা জানান, আজ দুপুরে বাড়ীর পাশের রাস্তার উপর মেছো বাঘের শাবকটিতে দেখতে পায়। পরে বাচ্চাটি উদ্ধার করে বাসায় নিয়ে আসি। আশাপাশের জঙ্গল থেকে মেছো বাঘের শাবকটি এখানে চলে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। পরে মেছো বাঘের শাবকটিকে স্থানীয় মেহেদী হাসান ছোটনের হেফাজতে রাখা হয়েছে।
এব্যাপারে জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, মেছো বাঘের শাবকটিকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যে কাশিয়ানী উপজেলা বন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে সুস্থসবল হলে বাচ্চাটিকে কোন গভীর জঙ্গলে ছেড়ে দেয়ার জন্য।
Design & Developed By: JM IT SOLUTION