কালের খবরঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানীর মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।আজ সোমবার(২৭ আগস্ট)গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া এই খালাস প্রদানের আদেশ দেন।
উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কুটুক্তি করায় ততকালিন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেন।দীর্ঘ বছর পর আজ সোমবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক।
অন্যদিকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী সহ অন্যদেরকে ফৌজদারী কার্যবিধির ২৪৯ ধারায় একটি মারপিটের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply