কোটালীপাড়া প্রতিনিধিঃ
মোবাইল কিনে না দেওয়ায় পিতার প্রতি অভিমান করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দীপা ওঝা (১৭)নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার (২৬ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা গ্ৰামে এঘটনা ঘটে। দীপা ওঝা স্থানীয় কাজী মন্টু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও কোণের ভিটা গ্রামের দিলীপ ওঝার কন্যা। কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গত ৩দিন আগে দীপা ওঝা তার বাবাকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। দীপার পিতা দীলিপ ওঝা ফোনটি কিনে না দেওয়ায় আজ সোমবার দীপা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। দীপার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ অফিসার।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply