কালের খবরঃ
গোপালগঞ্জে সেনা বাহিনীর উপর হামলা চালিয়ে আহত করা ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে আওয়ামী লীগ যু্বলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। পরে সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুজ্জামান বিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, যুবলীগ নেতা মোল্যা রনি হোসেন কালু, ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্য বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন মামলাবাজ সরকারে পরিনত হয়েছে। গোপীনাথপুরে বিএনপি জামাতের লোকজন সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলেও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৩২’শ জনের নামে প্রহসনের মামলা দায়ের করা হয়েছে। এ মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুশীয়ারী দেয়া হয়।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি.এম সাহাবউদ্দিন আজমসহ ১০৬ জনের নাম উল্লেখ করে আজ বুহস্পতিবার অজ্ঞাত আরো ৩২’শ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply