
কালের খবরঃ
দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি-র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শোডাউন করেছেন।
আজ বৃহস্পতিবার(২২ আগস্ট)দুপুরে তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে মোটর সাইকেল, পিক-আপ ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন। শোডাউনটি বৌলতলী, করপাড়া, ভেড়ার বাজার হয়ে গোপালগঞ্জ জেলা সদরে প্রবেশ করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোডাউনে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের কর্মি সমর্থকরা অংশ নেন। পরে শহরের গেটপাড়ায় গিয়ে জড়ো হয়।

এর আগে জেলা শহরের পুলিশ লাইনস্ মোড়ে এক পথসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সব বিভেদ ভুলে এক সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, বিগত ১৬ বছর তিনি বা তার দল গোপালগঞ্জে দলীয় কোন কর্মসূচী পালন করতে পারেননি। এখন তারা মুক্ত বিহঙ্গের মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন।দলীয় কর্মসূচী পালন করতে পারবেন।
Design & Developed By: JM IT SOLUTION