
কালের খবরঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও আলোচনাসভার মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ।আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে ২১ আগস্ট বিএনপি- জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলঅ আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু, জেলা ছাত্রলীগ সভঅপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ । এই সভা থেকে শেখ হাসিনাকে অবৈধ পন্থায় ক্ষামতাচুত্য করে বিদেশে পাঠানোর অভিযোগ করা হয়।এবং শেখ হাসিনাসহ আওয়ামীলীগ নেতা কর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তরা।

অপরদিকে এদিন সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ মুক্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, শ্রম বিষয়ক মিজানুর রহমান মন্টু মৃধাসহ যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অন্যদিকে, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও নিহতদের স্মরণে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখসহ যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION