
কালের খবরঃ
গোপালগঞ্জ বেতারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতি সহ সকল বৈষম্যের অবসানের লক্ষ্যে মানববন্ধন করেছে।আজ সোমবার(১৯আগস্ট)দুপুরে সারা দেশের ১৪টি বেতার কেন্দ্রের ন্যায় গোপালগঞ্জ বেতার কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা একসাথে বেতার ভবনের সামনের রাস্তায় এই মানববন্ধন করেন।এসময় উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কাওসার বক্তব্য রাখেন।কর্মকর্তাদের দাবীর মধ্যে রয়েছে ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদো্নতি,বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান, একিভূত বিসিএস(তথ্য)ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগ দেয়ার দাবী।অন্যদিকে কর্মচারীদের দাবীর মধ্যে রয়েছে প্রস্তাবিত ননক্যাডার নিয়োগ বিধি ফেরত পূর্বক বৈষম্যহীন কর্মচারী বান্ধব এক ও অভিন্ন নিয়োগবিধি সাত কর্মদিবসের মধ্যে প্রনয়ন ও বাস্তবায়ন, সচিবালয়ের ন্যায় পদ পদবী বাস্তবায়ন।এ সময় আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী এম.এ সোবহান মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক নাবিদুল হক সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION