কালের খবরঃ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অবৈধভাবে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আইজীবীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম.এম নাসির আহমেদ, সাধারন সম্পাদক এম. জুলকদর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহার ও দেশে ফিরিয়ে আনার দাবী জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply