
কাশিয়ানী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।আজ সোমবার (১২ আগস্ট)বিকেলে কাশিয়ানী উপজেলা সদরের ভাটিয়াপাড়া এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,বীর মুক্তিযোদ্ধা এবং সাধারন মানুষ এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তুহীন কাজী প্রমূখ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION