
কালের খবরঃ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারন মানুষ।
আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেল তিনটার দিকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষ। পরে বিভিন্ন সড়ক ঘুরে বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের অবস্থান নেয়। পরে সেখানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ প্রায় দুইসহস্রাধিক মানুষ।

এসময় আন্দোলনকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রামদা, ঢালসড়কি উঁচিয়ে জামায়াত, বিএনপির নৈরাজ্যেকর কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেয়। প্রায় তিন ঘন্টা ধরে চলা অবরোধে মহাসড়কের দুই পাশে যান বাহন আটকা পরে। এসময় চন্দ্রদিঘলিয়া, শুকতাইল, চরশুকতাইল, পাইকান্দি, গোপীনাথপুর, জালালাবাদসহ বিভিন্ন এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Design & Developed By: JM IT SOLUTION