
কাশিয়ানী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শেখ হাসিনার প্রতি অবিচার করা হয়েছে এমন দাবী করে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবী করেন কয়েক হাজার জনগন।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে।বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচী।

রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিব প্রেমি হাজারও মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালায় এবং দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল-সড়কি,লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ করে।প্রায় দুই ঘন্টা ধরে চলা কর্মসূচীতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।মহাসড়ক অবরোধকারীরা শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন এবং যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না আসে ততদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Design & Developed By: JM IT SOLUTION