
কালের খবরঃ
এবার বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতা-কর্মিরা ও সর্বস্তরের হাজার হাজার জনতা শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবীতে মাঠে নেমেছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই শপথ নিয়েছে। শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন সরদার। এসময় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্তত ২০ হাজার সাধারন জনতা এতে অংশ নেয়।

এরআগে টুঙ্গিপাড়া উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে হাজির হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধান সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমূখ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION