
কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ জিএম সাহাব উদ্দিন আজম বলেন,বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, তাই মারকিন সাম্রাজবাদ হাজার কোটি টাকা খরচ করে আজ বাংলাদেশে কেনা কিষাণ দিয়ে যে নৈরাজ্য সৃস্টি করেছে গোপালগঞ্জ আওয়ামীলীগের পক্ষ থেকে এরা তীব্র প্রতিবাদ জানাই।আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আজ আমাদের(আওয়ামীলীগ)ঢাকায় রাজপথে নামতে দেয়নি।অন্যদিকে আইন শৃংখলা বাহিনীর ব্যক্তিরা শেখ হাসিনাকে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে নিয়ে বিমানে উঠিয়ে দিয়েছে।আল্লার অশেষ রহমত বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন।আমাদের ঠিকানা শেখ হাসিনা।শেখ হাসিনা জীবীত আছেন তাই পৃথিবীর কোন শক্তি নাই আমাদের পরাজিত করে। আমরা আবারও ক্ষমতার মসনদে বসবো।বিএনপিকে বিতাড়িত করতে গোপালগঞ্জ থেকে দুর্ার আন্দোলন গড়ে তুলবো। যাতে এই সামরিক বাহিনীর যে সরকার হবে তা বানের পানির মত ভেসে যাবে। আজ সোমবার (৫ আগস্ট)রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে সক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে মিছিলটি জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION