
কালের খবরঃ
জামাত-শিবির নিষিদ্ধ করার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে জামাত-শিবির নিষিদ্ধের দাবী জানিয়ে জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, আন্দোলনের নামে জামাত-শিবির দেশে অরাজকতা সৃষ্টি করছে। জানমালসহ সরকারী সম্পত্তি বিনষ্ট করছে। তাই দ্রুত জামাত-শিবিরকে নিষিদ্ধের দাবী জানাই।
Design & Developed By: JM IT SOLUTION