কালের খবরঃ
শোকের মাস আগস্টের প্রথম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবর্ক অপর্ণ করে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে আলোচনা সভা অুনিষ্ঠত হয়। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাত ১২টা ১ মিনিটে সরকারী বঙ্গবন্ধু কলেজে স্থাপতি বঙ্গবন্ধুর মোড়ালে মোমবাতি প্রজ্জ্বলন করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, রিসার্চ সেন্টারের পরিচালক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মিকাইল ইসলাম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।ব্যাজ ধারণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply