কালের খবরঃ
গোপালগঞ্জে দিনে শিথিল আর রাতে কারফিউ থাকায় জনজীবনে কোন প্রভাবই পড়েনি। কারফিউ শুরু থেকে গোপালগঞ্জে ঢিলেঢালা কারফিউ লক্ষকরা গেছে। ফলে জেলা ও উপজেলা সদরের ব্যবসায়ীরা অল্প হলেও ব্যবসা বাণিজ্য চালাতে পেরেছেন। সেনা ও বিজিবি সদস্যদের টহল থাকলেও মানুষের মধ্যে তেমন কোন প্রভাব দেখা যায়নি।কোটা সংস্কার নিয়ে দেশ ব্যাপী সহিংস ঘটনা ঘটেলেও গোপালগঞ্জ ছিল শান্তিপূর্ণ।আইনশৃঙ্খলা ভালো থাকায় জেলাবাসি স্বাচ্ছন্দ জীবনজাপন করেছে। এসব বিষয় বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সভা করে কারফিউ শিথিলের সময় পর্যায়ক্রমে বৃদ্ধি করে চলছে।কারফিউ শুরুর প্রথম দিনে সকাল ৮টা থেকে ৩টা,দ্বিতীয় দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা, তৃতীয় দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিথিল ছিল। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়।আর আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে। ৯টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে । এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply