কালের খবরঃ
কোটা আন্দোলনকে ঘিরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় গোপালগঞ্জের মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ বুধবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ শিথিল থাকায় শহরের দোকানপাট ও ব্যবসা বাণিজ্য পুরোদমে চালু ছিল। আফিস আদালত ও ব্যাংক বীমা খুলে দেয়ায় শহর এলাকায় কর্মচাঞ্চল্য লক্ষকরা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও নাশকতা থাকলেও গোপালগঞ্জ ছিল অনেকটা শান্ত। সারা দেশে কারফিউ কড়াকড়ি থাকলেও গোপালগঞ্জের পরিবেশ ছিল স্বাভাবিক। ফলে গোপালগঞ্জের মানুষ ছিল স্বস্তিতে।
গোপালগঞ্জ কাপড় পট্রির বস্ত্র ব্যবসায়ী অলোক সাহা বলেন,যেহেতু গোপালগঞ্জে কোন সহিংস ঘটনা ঘটেনি তাই কারফিউ না দিলেও চলে। গত এক সপ্তাহ আমরা ঠিকমত বেচা কেনা করতে পারিনি। কর্মচারীদের বেতন দিতে হয়। আয় না করলে কিভাবে ওদের বেতন দিব। নিজেরাই বা কিভাবে চলবো।চাল ব্যবসায়ী পংকজ রায় বলেন, প্রশাসনের ভয়ে দোকান খুলতে সাহস পাই নাই। বাড়িতে বসে সময় কাটিয়েছি। এখন দেশ শান্ত । তাই আর কারফিউ দরকার আছে বলে আছে বলে আমার মনে হয়না। বিশেষ করে গোপালগঞ্জে কোন সমস্যা নেই। আমরা অনেকটা স্বস্তিতে ছিলাম। আমাদের কোন ক্ষতি হয়নি।
এদিকে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা এলাকা এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা পরিদর্শন করেছেন।এসময় সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও আনসার বাহিনীর টহল টিম জেলা প্রশাসকের সাথে ছিলেন।
পরিদর্শণ শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন,কোটা আন্দোলন ইস্যুতে গোপালগঞ্জে এখন পর্যন্ত কোন সহিংস ঘটনা ঘটেনি। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শণ করেছি। কোথাও কোন সমস্যা হয়নি। বিশেষ আইশৃঙ্খলা মিটিং করে সবার মতামতের ভিত্তিত্বে রাতে কারফিউ রাখা হয়েছে। মানুষের সুবিধার কথা বিবেচনা করে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ শিথিল রাখা হয়েছে। সব কিছু স্বাভাবিক হলে কারফিউ তুলে দেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply