কালের খবরঃ
এবার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে ও কোটা বিরোধীদের ধিক্কারজনক শ্লোগানের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।আজ সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। এসময় আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দিতে থাকে। মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মেজবাহ হাসান, লিয়াকত হোসেন, রেজাউল করিম, আবুল বাশার ও মুক্তিযোদ্ধা প্রজন্মের লিয়াকত আলী ও হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, কোটা বাতিলের আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। বিএনপি জামাত এই আন্দোলনে ঢুকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। এই অবশক্তিকে প্রতিহত করতে পুনরায় মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply