
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় গোলাম রসূল ফকির (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুলাই) রাতে রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ডগলাসের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক গোলাম রসূল ফকির গোপালগঞ্জ সদর উপজেলা কাজুলিয়া গ্রামের বেলায়েত ফকিরের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ব্যাটারী চালিত ইজিবাইকে নির্মাণ সমাগ্রী নিয়ে ভূতেরবাড়ী থেকে রাধাগঞ্জ যাচ্ছিলেন গোলাম রসূল ফকির। এসময় ইজিবাইকটি রাধাগঞ্জ-ভূতেরবাড়ী সড়কের রাধাগঞ্জ ডগলাসের কাছে পৌঁছালে রাস্তার নিচে পড়ে গিয়ে ইজিবাইকের চাপায় ঘটনাস্থলে নিহত হন গোলাম রসূল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION