কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ রবিবার (৩০ জুন) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল। বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দশ দেন। পরে দুপুরে অভিযুক্ত আসামীকে জেল হাজতে পাঠায় পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
এর আগে তিনি মাননীয় হাইকোর্ট-এর আদেশে জামিনে ছিলেন। আদালত তাকে নি¤œ আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেয়ায় তিনি গতকাল রবিবার জেলঅ ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০/৫০ অজ্ঞাত আসামী উল্লেখ করেমোট ৭৩ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নিহতের বোন পারুল বেগম। এই মামলার অপর চার আসামী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে। নাম উল্লেখ করা বাকী ১৯ আসামী হাই কোর্টের আদেশে আগামী ২ জুলাই পর্যন্ত জামিনে রয়েছে।
উল্লেখ্য, বিগত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিগত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গুলি ছুড়লে পরাজিত চেয়ারম্যানর প্রার্থীর সমর্থক ওসিকুর ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply