
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভ্যানের সঙ্গে সংঘর্ষে হয় মোটরসাইকেল চালক মোশারেফের। এতে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় মোশারেফ হোসেন মৃধা (৪৫) নামের এক ব্যাক্তি।বৃহস্পতিবার ( ১৩ জুন) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মৃধা নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাবুল মৃধার ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, মোটর সাইকেলে করে নিজ বাড়ী নড়াইলের লোহাগড়া থেকে গাজীপুরে যাচ্ছিলেন মোশারফ হোসেন মৃধা। এ সময় মোটরসাইকেলটি কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সাথে সংঘর্ষ ঘটলে মহাসড়কের উপর ছিটকে পড়লে মোশারেফকে দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে মারাত্মক আহত হলে এলাকাবাসী উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেন মৃধাকে মৃত ঘোষণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION