
কালের খবরঃ
মঙ্গলবার ( ১১ জুন) ৭৩৬টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রমের শুভউদ্বোধন করবেন বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন। এাই উদ্বোধনী অনুষ্ঠান থেকে গোপালগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। রবিবার (০৯জুন) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রেস ব্রিফিংকালে সভাপতির বক্তব্যে বলেন,১১ জুন গোপালগঞ্জ জেলা সম্পূর্ন ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল সাড়ে ১০টায় গণভবন প্রান্ত হতে ঘরপ্রদান অনুষ্ঠানে ভাষণ দিবেন। সেখান থেকে গোপালগঞ্জ জেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ঘোষনা করবেন। প্রধানমন্ত্রীর ঘোষণা শেষে গোপালগঞ্জের সকল উপজেলা পরিষদ অডিটরিয়মে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের উপস্থিতে উপকার ভোগী পরিবারের হাতে ঘরের চাবি ও জমির মালিকানা কাগজপত্র হস্তান্তর করা হবে।
ব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফারহানা জাহান উপমা জানিয়েছেন (১১জুন) মঙ্গলবার আশ্রায়ণ-০২ প্রকল্পের পঞ্চম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৪১টি, মুকসুদপুর উপজেলায় ২১৯টি, কোটালীপাড়ায় ১৫টি, টুঙ্গিপাড়া ৫০টিসহ মোট ৭৩৬টি পরিবারের মধ্যে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র বুঝে দেয়ার মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় মোট ৫হাজার ১০৭টি গৃহহীন পরিবারকে গৃহপ্রদান করা হবে।তিনি আরো বলেন ৫টি ধাপে জেলার (ক শ্রেণি) ভূমিহীন পরিবারের মোট সংখ্যা ৫হাজার ১০৭টি। ৫ টি ধাপে সমপরিমান ঘর বরাদ্দ পাওয়া যায়। যা ১১ জুন তারিখে হস্তান্তর সম্পন্ন হয়েছে।এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দীন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION