কালের খবরঃ
স্মার্ট ভূমি সেবা সাধারণ মানুষের দোরগড়ায় পৌছে দিতে গোপালগঞ্জে চলছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ। শনিবার ( ৮জুন) সকাল থেকে এই সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে ১৪জুন শুক্রবার বিকাল পর্যন্ত । “স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে করে গোপালগঞ্জ জেলা প্রশাসন এই সেবা সপ্তাহের আয়োজন করে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আল বেলী আফিফা,জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসীন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম প্রমূখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এই সেবা সপ্তাহ পালনের জন্য ১৩টি স্টলে সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা প্রত্যাশীরা স্টলে এসে সেবা গ্রহণ করতে পারবেন।এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।এবং দুপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগীতা।
এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,ভূমি সেবার মূল অংশীজন হিসেবে গোপালগঞ্জের জনগনকে সম্পৃক্ত করা হয়েছে। স্মার্ট ভূমি সেবার বিষয়ে সবাইকে পুঙ্খানু পুঙ্খভাবে অবগত করা। ভূমি সেবায় নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত সংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড , স্মার্ট ভূমি পিডিয়া ও লিজ নবায়ন সহ বেশ কিছু ডিজিটাল ভূমি সেবা আমরা প্রদান করবো। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়ও অনুষ্ঠিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply