
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুম বজ্রকন্ঠে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ।অন্যান্যের মধ্য আরও বক্তব্য দেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ প্রমূখ।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকদের ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে। শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকে যেকোনো জায়গা থেকে ভূমিকর সহ অন্যান্য সেবা পাওয়া যাবে। স্মার্ট ভূমি সেবার মাধ্যমে সবাই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।
Design & Developed By: JM IT SOLUTION