কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগতিতে মটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালো শাওন হালদার (৩৫) নামে এক যুবক। বৃহস্পতিবার ( ১৪ জুলাই) সকাল ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসঅাই গৌতম কুমার জানিয়েছেন, শাওন মটর সাইকেল নিয়ে বাড়ী থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পোনা এসএস পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সাথে সজোরে মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মটর সাইকেল চালক শাওন মাথা ফেটে গুরুতর অাহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা জানিয়েছেন মটরসাইকেলের গতি বেশী ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সে গাছের সাথে ধাক্কা খায়। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তঝরে।
লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply