গোবিপ্রবি-র প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রস্তাবিত গোপালগঞ্জ ডিসি’স ইকোপার্ক-এর ডিজাইন তৈরী প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪টি গ্রুপে বিভক্ত করা হয়। এদের মধ্যে সি গ্রুপের ডিজাইনটা প্রথম হয়।
গোবিপ্রবি-র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষনা করেন এবং বিজয়ীদের মাঝে নগদ ৫০ হাজার টাকা পুরষ্কার ও সনদ তুলে দেন।
ইতোপূর্বে গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪ টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্ক-এর ডিজাইন তৈরী করার জন্য বলা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম রেফাত জামিল, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, আরডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবি-র স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক ও গোবিপ্রবি-র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দ্বায়িত্বভার গ্রহন করার পর জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি নদী পাড়ে কালনা ঘাটে ২০০ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে । পরবর্তিতে এলজিইডি, পাউবো, গণপুর্ত, সওজ বিভাগের সহায়তায় একটি ডিসি’স ইকোপার্ক তৈরীর উদ্যোগ নেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION