কালের খবরঃ
গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে।আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার মুসলিম, হিন্দু ও খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক সুলতান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান,সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক হারুণ অর রশিদসহ বিভন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জ জেলা ধর্মীয় সম্প্রতির এক উজ্জ্বল উদাহরণ। এ জেলার মানুষ সহঅবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকেন। আগামীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয় বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজা নির্বিঘ্নে শেষ করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
Design & Developed By: JM IT SOLUTION