কালের খবরঃ
সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও “রেমিটেন্স যোদ্ধা দিবস” পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।পরে ৪জন রেমিটেন্স যোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান ও তিনজন রেমিটেন্স যোদ্ধার সন্তানদেরকে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION