মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(৩১ জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও অর্থায়নে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয় । অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো ছিরু মিয়া উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেকে ১৫ কেজি শুকনা খাবার দেওয়া হয় যার বাজার মুল্য ২৫০০ টাকা। আয়োজন করেন মুকসুদপুর উপজেলা প্রশাসন।
Design & Developed By: JM IT SOLUTION