কালের খবরঃ
গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তঃত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী বি.এম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি নষ্ট পিকআপ ভ্যানকে আরেকটি পিকআপ ভ্যানকে টেনে নেয়ার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ১৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টা খানেক সড়কে যানচলাচল বন্ধ থাকার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। এসময় দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তার দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
Design & Developed By: JM IT SOLUTION