রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনাসভা ও কেক কেটে পালন করা হয় সাংবাদিক নির্মল সেনের ৯৫তম জন্মদিন গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত আজ সাংবাদিক নির্মল সেনের ৯৫তম জন্মদিন গোপালগঞ্জে “রেমিটেন্স যোদ্ধা দিবসে চার পরিবারকে শিক্ষা বৃত্তি গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন পেল সংবর্ধনা গোপালগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ। আহত ২০ মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ গোপালগঞ্জ ডিসি’স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত গোবিপ্রবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বিভাগের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টর ও হল প্রভোস্টসহ আহত-১৫ জুলাই-আগস্ট গনঅভ্যুথ্থান দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন

আজ সাংবাদিক নির্মল সেনের ৯৫তম জন্মদিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১.৪৯ পিএম
  • ১৭ Time View

ছবি- সাংবাদিক নির্মল সেন

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট , বাম রাজনীতিবিদ , বীর মুক্তিযোদ্ধা নির্মল  সেনের ৯৫ তম জন্মদিন আজ রবিবার (৩ আগস্ট) । ১৯৩০ সালের ৩ আগস্ট তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত । মাতার নাম লাবন্য প্রভা সেন গুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম । নির্মল সেনের পিতা  সুরেন্দ্র নাথ সেন গুপ্ত কোটালীপাড়া উপজেলার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের গনিত শিক্ষক ছিলেন। এর আগে সুরেন্দ্র নাথ সেন গুপ্ত ঢাকার ইষ্ট বেঙ্গল ইনষ্টিটিউটে শিক্ষকতা করতেন।

দেশ বিভক্তির পরে নির্মল সেনের পিতা মাতা অন্য ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে কলকাতা চলে যায়। জন্মভূমির প্রতি অকুন্ঠ ভালবাসার কারণে তিনি এদেশে থেকে যান। নির্মল সেন বড় হয়েছেন ঝালকাঠি জেলায় তার পিসির বাড়ীতে। তিনি ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ম্যাট্রিক পাস করেন। পিসির বাড়ীতে যাওয়ার আগে নির্মল সেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জিটি স্কুলে চতুর্থ শ্রেণিতে এক বছর লেখা পড়া করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাষ্টার্স পাস করেন।

নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয় ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে স্কুল জীবন থেকে। কলেজ জীবনে তিনি অনুশিলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আরএসপি’তে যোগ দেন। দীর্ঘ দিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারন সম্পাদক ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে।

১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তার পর দৈনিক আজাদ , দৈনিক পাকিস্তান , দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।

লেখক হিসেবেও নির্মল সেনের যথেষ্ট সুনাম রয়েছে। তার লেখা ‘পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ’ , ‘মানুষ সমাজ রাষ্ট্র’ , ‘বার্লিন থেকে মষ্কো’ , ‘মা জন্মভূমি’ , ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ ,’আমার জীবনে ৭১এর যুদ্ধ’, ‘আমার জবান বন্ধি’ উল্লেখ যোগ্য ।

নির্মল সেন ২০০৩ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর পর দেশে বিদেশে অনেক চিকিৎসার পরে ২০১৩ সালে ৮ জানুয়ারি পরলোকগমন করেন। নির্মল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে।

নির্মল সেনের ভাতিজা রতন সেন কংকন বলেন-এ বছর ‘প্রেসক্লাব-কোটালীপাড়া ও নির্মল সেন স্মৃতি সংসদ’  কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জেঠুর জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে।আমরা পারিবারিক ভাবে তার জন্মদিনে কোন অনুষ্ঠান করবো না।

তিনি আরো বলেন, সাংবাদিক নির্মল সেন সার্বজনীন।আমারা চাই তিনি তার কর্মের মাধ্যমে এদের সাধারণ মানুষ ও সাংবাদিকদের মাঝে বেঁচে থাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION