কালের খবরঃ
গোপালগঞ্জের প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বপ্নকে স্পর্শ করতে পারে, এমন এক উপলক্ষ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জেলা প্রশাসন। আজ শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেয়া হয়েছে।
এছাড়া, এই সংবর্ধনা শুধু একটি অনুষ্ঠানই নয়, এটি গোপালগঞ্জের শিক্ষার প্রতি নতুন এক আশাবাদী দৃষ্টিভঙ্গির উজ্জ্বল প্রতীক বলে মনে করেন আয়োজকরা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের দেয়া তথ্য মতে এবছর গোপালগঞ্জে এসএসসি (সাধারণ) থেকে ৬০৭জন, দাখিল থেকে ১৭জন ও ভোকেশনাল থেকে ২০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১৯১জন, দাখিলে ১জন ও ভোকেশনালে ৩জন।
প্রধান অতিথি তাঁদের বক্তব্যে তরুণদের প্রতি কৃতজ্ঞতা ও আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরা যারা আজ এই সফলতার চূড়ায় পৌঁছেছ, তোমাদের পরিশ্রম শুধু তোমাদের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক বড় উদাহরণ। ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ নেবে, এই আশাই আমরা রাখি। তিনি আরো বলেন,এ অনুষ্ঠান শুধু গোপালগঞ্জের নয়, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠবে । বলে মেধা ও পরিশ্রমের সঠিক সংমিশ্রণ তাদেরকে অনন্ত সম্ভাবনার দিকনির্দেশনা দিতে পারবে বলে আমি আশাবাদি।পরে জেলার পাঁচ উপজেলার ৬৪৪জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং তাদের ভবিষ্যৎ পথচলায় আরও সফলতার কামনা করেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION