
কালের খবরঃ
গোপালগঞ্জে প্রতিবন্ধী সনাক্ত করণ কর্মসূচী সমস্যা ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৬জুন) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।এতে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ প্রধান অতিথির বক্তব্য দেন।বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূইয়া লুটুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সাঈদুজ্জামান জুয়েল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) সুশীল বিশ্বাস শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ নিরুন্নাহার ইউসুফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এ সেমিনারে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION