কালের খবরঃ
জমি ও সড়ক দখলসহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুনীতি দমন কমিশনের দুইট প্রতিনিধি দল। এসময় গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করে পার্ক কর্তৃপক্ষ।
বুধবার (৫জুন)সন্ধ্যায় গোপালগঞ্জের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও মাদারীপুর দুনীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের য়ৌথ একটি প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শনে আসেন। পরে ভিতরে প্রবেশ করে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় দুদকের কর্মকর্তারা বলেন, পার্কটি কি অবস্থায় রয়েছে তা দেখতে আমাদের এই পরিদর্শন।তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে,আদালতের মালামাল জব্দের আদেশ দেয়ার পর পার্কের ভিতরের ৮/১০ ট্রাক মূল্যবান জিনিসপত্র রাতের আধারে সরিয়ে ফেলে।
এদিকে দুদক কর্মকর্তাদের সাথে গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে সংবাকর্মীদের বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ।
২০১৫ থেকে ২০২০ সালে র্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে প্রায় ৬শ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের। তাদের ভয় দেখিয়ে, এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করার অভিযোগ রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply