টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সারওয়ার রানা।তিনি রবিবার(২জুন) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘজীবন কামনায়।পরে এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সারওয়ার রানা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান।সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে স্বাক্ষর করেন তিনি । এসময় এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেলের লিয়াজোঁ কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস সহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION