
কালরে খবরঃ
গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।শনিবার(১ জুন) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণি সম্পদ অফিস এ প্রোগ্রামের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ গোলাম কবির।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা. প্রিয়াংকা মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম জিল্লুর রহমার রিগ্যান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

oplus_2
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার বলেন, দুধ সুপার ফুড। এতে মেধা বিকাশের সব উপাদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোন বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে। তবেই আমরা দেশে মেধাবী, সুস্থ্য-সবল প্রজন্ম পাব। প্রজন্মটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর হবে। তাই শিশুদের দুধে আকৃষ্ট করতে বিভিন্ন ভাবে সুস্বাদু ও ফ্লেভারযুক্ত দুধ পরিবেশন করা হচ্ছে । পাশাপাশি ডেইরী শিল্পের উন্নয়নে আমরা কাজ করছি।
Design & Developed By: JM IT SOLUTION