
কালের খবরঃ
গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।বৃহস্পতিবার (৩০মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জে সহকারী পরিচালক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম,

সহকারী কমিশনার মো. সেবগাতুল্যাহ, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, সঞ্জয় বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।সেমিনারে ব্যাবসায়ী, বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আংশ গ্রহণ করেন।এসময় বক্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পাশাপাশি ভোক্তারা যাতে প্রতারিত না হয় সেজন্য সকলকে সচেতন হবার জন্য অনুরোধ জানানো হয়।পরে উপস্থিত সকলকের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION