কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে সোলায়মানে ডায়াবেটের জোড়ে গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে উড়িয়ে দিলো মোহামেডান স্পোটিং ক্লাব।
শনিবার (২৫মে)বিকাল চারটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় মোহামেডান। খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। সুযোগ নষ্ট করায় দুই দল জালের দেখা না পেলেও ৩৬ মিনিটে কাউন্টার এ্যাটক থেকে সোলায়মানে ডায়াবেটে গোল করে ১-০ গোলে মোহামেডানকে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। কিন্তু উল্টো ৫৩ মিনিটে সানডে ইমানুয়েল গোল করে মোহামেডানকে ২-০ গোলে এগিয়ে দেন। ৯০ মিনিটে সোলায়মানে ডায়াবেটে নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। বিদেশী খেলোয়াড় শোখরুখবেক খুলমাতভ স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ কমালেও পরাজয় এড়াতে পারেনি। রেফারি শেষ বাঁশি বাজালে ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
এ খেলা শেষে ১৭ ম্যাচে সমান ৮ ম্যাচ করে জয় ও ড্র এবং ১ পরাজয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নাম্বারে মোহামেডান আর সমান ম্যাচে ৪ জয়, ৫ ড্র ও ৮ পরাজয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে শেখ জামাল।
Design & Developed By: JM IT SOLUTION