টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি শনিবার (২৫মে) বিকাল ৪ টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় তিনি বিশেষ প্রার্থনায় অংশ নেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়ও প্রার্থনা করা হয় ।
পিবিআই’র গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, পিবিআই প্রধানের পরিবারের সদস্যরা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
পরে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply