
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২৫মে) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ও কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।পরে নেতৃবৃন্দ বেদীরপাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।
বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফসিউর রহমান, আক্তারুজ্জামান, রাসেল , ফয়জুর রব আজাদ , মাহবুব খান সহ অন্যান্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদুন্নাহার লাইলী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করেন।
Design & Developed By: JM IT SOLUTION