মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রাম বিল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৯ মে) সন্ধ্যায় বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার(২০মে) সকালে লাশের ময়নাতদন্ত জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনোরেল হাসপাতালে পাঠানো হবে।এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়ালগ্রাম বিলের মধ্যে ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে । সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মার্গে পাঠানো হবে।। ওই নারীকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওই কর্মকর্তা জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply